শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

ভঙ্গুর ব্যাটিং শক্তিশালী বোলিংয়ের সামনে

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
দলের অবস্থা এখন অনেকটা সেই ছাত্রের মতোই যে কিনা দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফলে সেরা তিনে ছিল। কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতিটা আবার বেশ খারাপ। তা নিয়ে যখন প্রশ্নের ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার অপেক্ষা, তখন আগের পরীক্ষার ফল দেখিয়ে উদ্বেগ কমিয়ে আনার চেষ্টাও কম চলছে না!

আফগানিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে আরো বাজেভাবে হেরে সিরিজ খোয়ানোর পর মেহেদী হাসান মিরাজ করলেন সেই চেষ্টাই, ‘আমরা যে সুপার লিগে তিন নম্বর অবস্থানে আছি, সেটি কিন্তু বড় বড় দলগুলোকে হারিয়েই।’ তাঁর দাবির সঙ্গে দ্বিমত করার কোনো সুযোগ নেই।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ দুই শীর্ষ দল নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পরে থেকেই শেষ করেছে বাংলাদেশ। শক্তিশালী একাধিক দলের চেয়ে বেশ এগিয়ে থেকেই অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে। কিন্তু সুপার লিগ এখন দ্বিতীয় সাময়িক পরীক্ষার সমতুল্য অতীতই। সময় এখন ভবিষ্যৎ নিয়ে ভাবার, সামনে বিশ্বকাপ নামের বার্ষিক পরীক্ষার সূচিও ঘোষণা হয়ে গেছে।

সেই পরীক্ষার প্রশ্নপত্রের প্রথম অঙ্কটিই আফগানিস্তান। বিশ্ব আসরে গিয়ে এর সমাধান মেলানোর দারুণ সুযোগ হয়ে এসেছিল দেশের মাটিতে এই তিন ম্যাচের সিরিজ। ক্রিকেটারদের ফর্ম আর দলের সাম্প্রতিক পারফরম্যান্স মিলিয়ে মনে করা হচ্ছিল যে এই সিরিজে বাংলাদেশই ফেভারিট। কিন্তু সিরিজ শুরুর আগের দিন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি কিছুতেই তা মানতে চাননি।
কেন? এর জবাব নিশ্চয়ই প্রথম দুই ম্যাচে দিতে পেরেছেন তাঁরা। শেষ ম্যাচটিকে সফরকারীরা স্রেফ আনুষ্ঠানিকতা বানিয়ে ছেড়েছে।
সেই সঙ্গে বাংলাদেশের কপালে ফুটিয়ে তুলেছে চিন্তার বলিরেখা। বিশ্বকাপের প্রথম ম্যাচের আফগান অঙ্ক এখন আরো দুর্বোধ্য হয়ে উঠেছে বলেও মনে হতে শুরু করেছে। বড় বড় দলকে হারিয়ে সুপার লিগে তৃতীয় হওয়ার সাফল্য অবশ্যই ইতিহাস থেকে হারিয়ে যাচ্ছে না।
 

সর্বশেষ বড় কোনো দলকে হারানোর ঘটনা এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই। গত মার্চে ঢাকায় সিরিজ হেরে এখানে আসার পরই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আনন্দে মেতেছিল পুরো দেশ। সেই ওয়ানডে থেকেই শুরু হওয়া জয়যাত্রা এরপর তিন সংস্করণেই বাংলাদেশকে নিয়ে গিয়েছিল আত্মবিশ্বাসের তুঙ্গে।

অস্ট্রেলিয়ায় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংলিশদের হোয়াইটওয়াশ করার পর অবশ্য আর কোনো বড় দলের মুখোমুখি তাদের হতে হয়নি। এরপর সাদা বলে শুধুই আয়ারল্যান্ড, দেশে এবং বিদেশে। সিলেটে আইরিশদের বিপক্ষে সিরিজে স্পিন সহায়ক উইকেটে খেলার ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে স্বাগতিকরা। সফলও হয় বেশ। রান ফোয়ারা বয়ে যায়, চলে নিজেদের ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতাও। প্রথম ওয়ানডেতে রেকর্ড নিজেদের ইতিহাস সর্বোচ্চ ৩৩৮ রান করার পরের ম্যাচেই ৩৪৯। এরপর ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের ছুড়ে দেওয়া ৩২০ রানের লক্ষ্য তাড়ায়ও সফল হয়। সুবাদে সুখী সংসারের ছবি হয়ে ওঠে বাংলাদেশের ড্রেসিংরুম। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার নিয়ে তেমন কোনো অস্বস্তি ছিল না। বিশ্বকাপ সামনে রেখে আফগানিস্তানের বিপক্ষে বরং লেট অর্ডার একটু ঝালিয়ে নেওয়ার আলোচনাই ছিল। কিন্তু আফগানদের বিপক্ষে সিরিজে দেখা গেল, কিছুদিন আগেও অবলীলায় ৩০০-৩৫০ রান করায় অভ্যস্ত হয়ে উঠতে থাকা দল করতে পারছে বড়জোর এর অর্ধেক (১৬৯ ও ১৮৯)। তবে কি আইরিশদের উড়িয়ে দেওয়াই ভুল আত্মবিশ্বাসের বার্তা ছড়িয়েছিল বাংলাদেশ শিবিরে? সেটিকে একমাত্র কারণ বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই। এটিও তো ঠিক যে আয়ারল্যান্ড দলে রশিদ খান কিংবা মুজিব-উর রহমান ছিলেন না। কিংবা প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিতে সক্ষম ফজলহক ফারুকির মতো ফাস্ট বোলারও।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.