লিগের নবম আসর শেষ প্রান্তে। আর দুটি ম্যাচ পরই নির্ধারণ হবে এবারের চ্যাম্পিয়ন কারা? ইতোমধ্যে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল নিশ্চিত করেছে। ১৬ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ কে, তা জানা যাবে মঙ্গলবার সন্ধ্যার ম্যাচ শেষে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
সিলেট এবারের আসরে উড়ছিল। লিগ পর্বে তারা মাত্র তিন ম্যাচ হেরেছে। প্রথম কোয়ালিফায়ারে তারা পরাজিত হয় কুমিল্লার কাছে। আর এলিমিনেটরে ফরচুন বরিশালকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে রংপুর।
২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। ওই একবারই ফাইনাল খেলেছিল তারা, সেবার নেতৃত্বে ছিলেন মাশরাফি। আর ২০১৩ সালে তৃতীয় হওয়া সিলেটের সেরা সাফল্য। এর আগে পরে আর কখনো প্লে অফে খেলা হয়নি সিলেটের। কিন্তু এবার তারা দুর্দান্ত। আধিপত্য দেখিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ার খেলে মাশরাফি মোর্ত্তজার দল।
বিপিএলে ঢাকা, কুমিল্লা ও রংপুরের হয়ে মোট চারটি শিরোপা জয়ী মাশরাফির নেতৃত্বে সিলেট এবার দুর্বার। তারা লিগে মাত্র তিন ম্যাচ হেরেছে, দুটিই এই রংপুরের কাছে। আর লিগে কুমিল্লার কাছে হারের পর প্লে অফেও তাদের কাছে একই পরিণতি।
প্রথম পর্বে রংপুর দুবারের দেখায় দুটিতেই জিতে নিশ্চিতভাবে আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে এই ম্যাচে। তবে প্রতিপক্ষ দলের নেতৃত্বে যখন মাশরাফি, তখন কোনো কিছুই নিশ্চিত নয়। কুমিল্লার কাছে হারা সিলেট এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে রংপুরের মুখোমুখি হবে। পঞ্চম বিপিএল শিরোপা হাতছানি দিয়ে ডাকছে মাশরাফিকে। এ সুযোগ তো নষ্ট করার নয়।
এখন দেখার অপেক্ষা রংপুরের বিপক্ষে সিলেট জয়ে ফিরে প্রথম ফাইনালে উঠতে পারে কিনা!