শেরপুরের খামারকান্দি বেলতলা এলাকায় জমি নিয়ে বিরোধে দু-গ্রুপের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের মৃত ভোলা ফকিরের ছেলে খয়রাত আলী ৪৫ শতক, মৃত মোহাম্মাদ আলীর ছেলে নুরুল ইসলাম ২২ শতক ও পারভাবনীপুর গ্রামের মৃত রমজানের ছেলে হাকিম ২২ শতক প্রায় ৪০ বছর আগে মাগুরারতাইড় গ্রামের মৃত আমেজ আলীর ছেলে সাবেদের কাছ থেকে ৮৯ শতক আবাদি জমি ক্রয় করে চাষাবাদ করে আসছে।
এদিকে মাগুরারতাইড় গ্রামের মৃত দুলু প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন ও নবীর উদ্দিন তাদের পৈতৃক সম্পত্তি দাবি করে গত তিন বছর আগে থেকে ওই ৮৯ শতক জমি ছেড়ে দিতে বলে। ওই জমি ছেড়ে না দিয়ে খয়রাতের ছেলে আব্দুস সামাদ আদালতে মামলা করেন। এরই এক পর্যায়ে শনিবার বেলা ১১টার দিকে আনোয়ার গ্রুপ মামলার কাজে বগুড়া অ্যাডভোকেটের কাছে যাচ্ছিলেন। এ সময় আনোয়ারা খামারকান্দি বেলতলা এলাকায় পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে নুরুল ইসলাম, হাকিম ও সামাদের নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতভাবে হামলা করে। এতে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।