দাপুটে নৈপুণ্য দেখিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিও জিতে নিলো আফগানিস্তান। জিম্বাবুয়েকে ৪৫ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করে ফেলেছে আসগর আফগানের দল। তাতে সংক্ষিপ্ত এই ফরম্যাটে টানা ১৫তম ম্যাচ জিতলো আফগানরা।
আবু ধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের বড় সংগ্রহের ভিতটাই গড়েছেন উসমান গনি ও কারিম জানাত। দুজনের জুটিতে ঝড়ো ব্যাটিংয়ে আসে ১০২ রান। গনি ৩৪ বলে ৪৯ রান ও করিম ৩৮ বলে ৫৩ রানে ফিরলে শেষ দিকে স্কোরবোর্ড সমৃদ্ধ করেছেন মোহাম্মদ নবি। তার ১৫ বলে করা ৪০ রানের বিধ্বংসী ইনিংসেই আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯৩! নবির ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছয়।
পরে এত বড় লক্ষ্যের নিচেই চাপা পড়েছে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো জিম্বাবুয়ে ৭ ওভারের মাঝে ৫৬ রানে হারায় ৫ উইকেট। মাঝে রায়ান বার্ল ও রিচমন্ড মুতুম্বামির ৬২ রানের বড় জুটি আশা জাগালেও শুরুর ধসে সেটা আর কাটিয়ে উঠতে পারেনি। বরং শেষ দিকে মাত্র ৭ রানে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ের ইনিংস। তারা অলআউট হয়েছে ১৭.১ ওভারে।জিম্বাবুয়ের পক্ষে ৪০ রানের ইনিংস খেলেছেন বার্ল। এছাড়া ২২ রান করেছেন তিরিসাই মুসাকান্দা, ২১ রান আসে মুতুম্বামির ব্যাট থেকে। ডোনাল্ড তিরিপানোও করেন ২৪ রান।
আফগান বোলারদের মধ্যে সেরা ছিলেন রশিদ খান। ৩০ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও সফল ছিলেন মোহাম্মদ নবি। ১২ ম্যাচ পর উইকেটের দেখা পেয়েছেন।