বিশ্বকাপের পর থেকেই ছন্দে নেই ব্রাজিলের তারকা ফুটসবলার নেইমার। বিশ্বকাপ শেষে ক্লাবে ফিরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না পিএসজির এই সুপারস্টার।
ফ্রেঞ্চ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে পে দ্য ক্যাসলের (৭-০) বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে গোল উৎসব করে পিএসজি। ম্যাচে এমবাপ্পে একাই চার গোল করেন।
একটি করে গোল করেন নেইমার ও কার্লস সোলার। শুধু গোল করাই নয়, সতীর্থকে দিয়ে গোল করাতেও ভূমিকা রাখেন নেইমার। তারপরও নেইমারের পারফরম্যান্সে অখুশি কোচ।
মাঠের পারফরম্যান্সে নেইমারকে প্রাণবন্ত মনে হলেও পিএসজি কোচ গালতিয়ের বলছেন ভিন্নকথা। তিনি বলেন, ‘বিশ্বকাপে নেইমারের গোড়ালিতে সমস্যা হয়েছিল। বিশ্বকাপ থেকে ফিরে এসেও সে ব্যথা অনুভব করছিল। সে সর্বোচ্চ চেষ্টা করছে। এখনো সে ম্যাচে তার ধারাবাহিকতা ফিরে পায়নি।’
বিশ্বকাপ থেকে ক্লাব ফুটবলে ফিরেই স্ট্রাসবার্গের বিপক্ষে লাল কার্ড দেখেন নেইমার। ২৯ ডিসেম্বর সেই ম্যাচে ২-১ গোলে জয় পায় পিএসজি।