জানুয়ারি ১৬ ও ১৭, ২০২৩ গোপালগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ – এর বিভাগীয় বাছাই দাবা, যাহা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) পৃষ্ঠপোষকতায়, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে।
ঢাকা বিভাগের সকল জেলার অনূর্ধ্ব ১৭ বয়সী বালক-বালিকারা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে। খুদে দাবাড়ু খুশবু ঢাকা জেলার হয়ে একক দাবা (বালিকা) বিভাগে ব্লিজ ও র্যাপিড উভয় ইভেন্টে ঢাকা বিভাগের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, উভয় ইভেন্টে ৯ টি জেলার অনুর্ধ-১৭ বালিকা অংশগ্রহণ করে। আগামীকাল ১৭ই জানুয়ারি দলীয় খেলায় ঢাকা জেলার হয়ে বালিকা দলে খুশবু, ওয়াদিফা, নিলাভা ও মারজুকা, এবং বালক দলে সর্নোভো, সায়র, সাজেদুল ও রিদওয়ান খেলবে। বিভাগীয় বিজয়ী একক ও দলগত খেলোয়াড়গন ঢাকায় খেলবেন।