গত আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। আগামী অক্টোবরে ভারতে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। ক্রিকেটের এই মহাযজ্ঞকে সামনে রেখে ইতোমধ্যে দল সাজানোর কাজ শুরু করে দিয়েছে পাকিস্তান।
সোমবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরজি খেলবে পাকিস্তান ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ন্যাশনাল ব্যাংক ক্রিকেট এরিনায় (এনবিসিএ) ৯, ১১ ও ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এ সিরিজে সুযোগ পাচ্ছেন বেশ কিছু তরুণ। অক্টোবরে বিশ্বকাপকে সামনে রেখে নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
শনিবার রাতে নিজের বাড়িতে বাবর আজমদের জন্য ডিনারের ব্যবস্থা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি। এদিন তিনি বলেন, আমরা আসন্ন নিউজিল্যান্ড সিরিজে নতুন খেলোয়াড়দের বেশি গুরুত্ব দিয়েছি। আমরা বিশ্বকাপের জন্য কম্বিনেশন চূড়ান্ত করতে অধিনায়ক বাবর আজমকে অনেক বিকল্প খেলোয়াড় দিতে চাই।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দলে আছেন- বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ (সহ-অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইমাম-উল হক, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আগা, শাহনেওয়াজ দাহানি, তৈয়ব তাহির ও উসামা মীর।