ঢাকায় মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীবাসীর জীবন। শুধু ঢাকা নয়, দেশজুড়েই শীতের প্রকোপ অনেক বেশি। দেশের ১৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সমকালকে এ তথ্য জানান।
এছাড়া আজ শনিবার সকাল ৯টায় প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার মধ্যরাত থেকে আগামীকাল রোববার সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রোববার ও পরশু সোমবার দেশের তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ১৭ জেলায় জায়গায় শৈত্যপ্রবাহ চলছে। ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, নওগাঁ, নাটোর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং বরিশালের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।
রাজধানীর মহাখালী এলাকার রিকশাচালক মজিবর রহমান সমকালকে বলেন, ‘খ্যাপ পাইতেছি না। শীত বেশি বিধায় মানুষ বাইর হয় না। সবসময় জানি, গ্রামে শীত বেশি কিন্তু এইবার দেখতেছি শীতের কারণে ঢাকায়ও টেকা যায় না।’
শনিবার সকালে ফার্মগেটে অফিসগামী হাবিব রহমান বলেন, ‘ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় দ্রুত অফিসে পৌঁছাতে মোটরসাইকেল রাইডে করে আসলাম। কিন্তু কুয়াশার কারণে রাস্তা দেখতেও সমস্যা হচ্ছে। আর এত ঠান্ডায় মোটরসাইকেলে চড়াটাও কষ্টসাধ্য।’
মোহাম্মদপুর এলাকায় ভ্যানে করে মুরগি বিক্রি করেন শহীদুল ইসলাম। শনিবার সকালে তিনি বলেন, ‘খুব ভোরে ব্যবসার জন্যই ঘর থেকে বের হতে হয়। শীতটা খুবই বেশি, এরকম কয়দিন চলবে আল্লাহ জানে। সকাল সকাল বাইর হওয়া সমস্যা হয়ে যায় আমার।’
রাজধানীতে সকালে অনেক গাড়ি হেডলাইট জ্বালিয়ে চালাতে দেখা যায়।