বড়দিনের ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি। এখনো যোগ দেননি তার ক্লাব পিএসজিতে। অন্যদিকে কার্ডের খাঁড়ায় নেই ব্রাজিল তারকা নেইমার। এই দুই বড় তারকাকে ছাড়া নতুন বছরের প্রথম ম্যাচে লঁসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ৩-১ গোলে হেরে গেছে পিএসজি।
এরপরই প্যারিসের শীর্ষ ক্লাবটির ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
ম্যাচ শেষে জয়ী দলটির আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা বলেন, ‘আমি প্রতিপক্ষকে নিয়ে কথা বলতে পছন্দ করি না। নিঃসন্দেহে তারা বিশ্বের সেরা খেলোয়াড়ের অভাব বোধ করেছে, নেইমারের অভাবও। তবে আমাদের সামনে যে খেলোয়াড়ই থাকুক না কেন, আমরা স্রেফ নিজেদের শক্তিমত্তা নিয়ে ভাবি এবং সে অনুযায়ী খেলার চেষ্টা করি। আজ তাই হয়েছে। আশা করি, আমরা এভাবেই এগিয়ে যাব। ‘
রবিবার রাতে লঁসের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৫ম মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। যদিও ৩ মিনিট পরই ম্যাচে সমতা ফেরান উগো একিতিকে। এরপর প্রথমার্ধে আবারও এগিয়ে যায় লঁস। দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা ব্যবধান ৩-১ করে ফেলে। বিশ্বকাপে দারুণ খেলা কিলিয়ান এমবাপ্পে পুরো ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে।