সেরা সময় ইউরোপ মাতিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো এবার চলে এলেন এশিয়া। সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে তিনি বিপুল অংকের চুক্তিতে যোগ দিয়েছেন। আড়াই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের মাঝামাঝি। ক্ষুদ্র হলেও বাংলাদেশের সেরা ক্লাব বসুন্ধরা কিংসের বিপক্ষে রোনালদোর খেলার একটা সম্ভাবনা আছে!
পর্তুগিজ মহাতারকার ক্লাব আল নাসের এবং বসুন্ধরা কিংস উভয় দলই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে
এবার প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে বসুন্ধরা কিংস। প্রতি জোনের শীর্ষ ১২ দেশ র্যাংকিং অনুযায়ী এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পায়। বাংলাদেশ ওয়েস্ট জোনে ১২তম স্থানে থাকায় প্রতিযোগিতাটির প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছে বসুন্ধরা।
প্লে অফ পার হয়ে মূলপর্বে গেলেই রোনালদোদের বিপক্ষে খেলার সুযোগ পাবে বসুন্ধরা। ঠিক এ কারণেই বলা হচ্ছে, সিআর সেভেনের সঙ্গে দেখা হয়ে যেতে পারে কিংস ফুটবলারদের। অবশ্য এশিয়ার শীর্ষ ক্লাব টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি আল নাসের। ১৯৯৫ সালে একবার রানার্সআপ হয়েছিল।