শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

বঙ্গবন্ধু ৪৭তম দাবা চ্যাম্পিয়নশীপ জয়ী রাজীব-জাতীয় রোল এ নিয়াজ-রিফাতকে স্পর্শ করলেন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

বঙ্গবন্ধু ৪৭তম জাতীয় দাবার শেষ রাউন্ডের দিন আজ। বঙ্গবন্ধু ৪৭তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২২
আবুল খায়ের গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু ৪৭তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে গতবারের জাতীয় চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। গ্র্যান্ড মাস্টার রাজীব ১৩ খেলায় ১১ পয়েন্ট পেয়ে শিরোপা লাভ করে জাতীয় দাবার শিরোপা জয় অক্ষুন্ন রেখেছেন। এটি গ্র্যান্ড মাস্টার রাজীবের ষষ্ঠ বারের মতো জাতীয় দাবার শিরোপা জয়। ইতিপূর্বে তিনি ১৯৯৭, ২০০৬, ২০১৬, ২০১৭, ২০২১ সনেও জাতীয় দাবার শিরোপা জয় করেন।
গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের মধ্যে চলছিল চ্যাম্পিয়ন লড়াই। রাজীব আজ শেষ রাউন্ডে ক্যান্ডিডেট মাস্টার শাওনকে পরাজিত করেন। এই জয়ের ফলে ১১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রাজীব। রাজীবের জযের ফলে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের সঙ্গে আন্তর্জাতিক মাস্টার ফাহাদের লড়াইটা তখন দ্বিতীয় স্থান নির্ধারণীতে রুপ নেয়।
সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের এটি ষষ্ঠ জাতীয় দাবা শিরোপা। এবারের চ্যাম্পিয়নশীপের মধ্য দিয়ে তিনি দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও রিফাত বিন সাত্তারের ছয় চ্যাম্পিনশীপকে স্পর্শ করলেন। দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সর্বোচ্চ ১৪ বার জাতীয় দাবা চ্যাম্পিয়ন হয়েছেন।
রোল অব অনারঃ ১৯৭৪- মিয়া আব্দুস সালেক, ১৯৭৫-ডাঃ মির্জা আকমল হোসেন, ১৯৭৬-ডাঃ মির্জা আকমল হোসেন, ১৯৭৭-অনুষ্ঠিত হয়নি, ১৯৭৮-ফিদে মাস্টার রেজউল হক, ১৯৭৯- গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ১৯৮০- গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ১৯৮১- গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ১৯৮২- গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ১৯৮৩-ফিদে মাস্টার জামিলুর রহমান, ১৯৮৪-ফিদে মাস্টার ইউনুস হাসান, ১৯৮৫-সাঈদ আহমেদ সোহেল, ১৯৮৬-আন্তর্জাতিক মাস্টার জিল্লুর রহমান চম্পক, ১৯৮৭-আন্তর্জাতিক মাস্টার জিল্লুর রহমান চম্পক, ১৯৮৮-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ১৯৮৯-ফিদে মাস্টার রেজউল হক, ১৯৯০- ফিদে মাস্টার সৈয়দ তাহমিদুর রহমান, ১৯৯১-গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ১৯৯২-গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ১৯৯৩-গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ১৯৯৪- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ১৯৯৫-গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ১৯৯৬- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ১৯৯৭- গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন, ১৯৯৮- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ১৯৯৯- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০০০- গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ২০০১- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০০২- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০০৩- গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ২০০৪- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০০৫- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০০৬- গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ২০০৭-গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, ২০০৮- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০০৯- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০১০- আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ২০১১- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০১২-গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ২০১৩- গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, ২০১৪- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০১৫- আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ২০১৬- গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ২০১৭- গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব এবং ২০১৮-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ২০১৯- গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ২০২১- গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব এবং ২০২২- গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব।
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.