আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। ‘বাজপাখি’ খ্যত এই গোলকিপার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে হিরো হয়ে যান। এরপর নানা কাণ্ড করে বিতর্কিত হয়েছেন। গোল্ডেন গ্লাভস নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি কিংবা এমবাপ্পেকে বিদ্রুপ―সবই করেছেন।
এবার বিশ্বকাপ জয় স্মরণীয় করে রাখতে নিজের বাঁ পায়ে আঁকালেন ট্যাটু।
কাতার বিশ্বকাপে ‘টাইব্রেকার বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিতি পেয়েছেন মার্টিনেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে একদম শেষ মুহূর্তে তার সেভ আর্জেন্টিনাকে নিশ্চিত হার থেকে বাঁচিয়েছিল। আর ফাইনালের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে তার বাঁ পায়ের অবিশ্বাস্য একটা সেভ আর্জেন্টিনাকে টাইব্রেকারে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, মার্টিনেজ এ কারণেই নিজের বাঁ পায়ে ট্যাটু আঁকিয়েছেন।
নিজের পায়ে আঁকা বিশ্বকাপ ট্রফির ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন মার্টিনেজ। এর আগে আনহেল ডি মারিয়াও নিজের শরীরে বিশ্বকাপ ট্রফির ট্যাটু আঁকিয়েছেন। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে দ্বিতীয় গোলটি করেছিলেন ডি মারিয়া। বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার ১০ দিন হয়ে গেলেও আর্জেন্টাইনদের উদযাপন চলছেই। প্রতিদিনই নতুন নতুন খবর আসছে উদযাপনের।