(আইপিএল) মিনি নিলামে স্যাম কারেন, ক্যামেরন গ্রিন, বেন স্টোকসের সঙ্গেই নজর কেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরান। আইপিএলে তাকে ১৬ কোটিতে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্ট।
নিকোলাস পুরানের নেতৃত্বে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিশ্বকাপের তার ব্যর্থতার পরও আইপিএলে চড়া মূল্য পাওয়ায় চমকে গেছেন ক্রিস গেইল। পুরান ১৬ কোটি মূল্য পেয়েছেন বিশ্বাস হচ্ছে না গেইলের!
তিনি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেছেন, যা দেখে হাসির রোল পরেছে নেটদুনিয়ায়।
ভিডিও পোস্টে ক্রিস গেইল বলেছেন, ‘পুরান, আমি তোমাকে যে টাকাটা ধার দিয়েছিলাম, সেটা কি এবার ফেরত পেতে পারি?’ আসলে গেইল মজা করেই এমনটি বলেছেন।
নিকোলাস পুরানকে কেন এত দাম দিয়ে কেনা হলো, তার ব্যাখ্যায় লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর বলেছেন, ‘গত আসরে সে কী করেছে সেটা আমরা ভাবিনি। ওর দক্ষতার বিচার করেই এই দাম দিয়ে কিনেছি। ওর মতো কোনও ক্রিকেটারকে নেওয়া আমাদের লক্ষ্য ছিল।
ভারতের বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা আরও বলেন, নিকোলাসের বয়স ২৬-২৭ বছর। আমি আশা করি আমাদের দলে যোগ দিয়ে ও ভালো খেলবে। কত রান করল সেটা বড় কথা নয়। ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারল সেটাই আসল। ৩-৪টে ম্যাচ জিতিয়ে দিলেও সেটা কাজে লাগবে।