২-১ ব্যবধানে হারিয়েছে ৫১তম স্থানে থাকা সৌদি আরব। আলবেসিলেস্তেদের বিপক্ষে এটিই প্রথম জয় দলটির।
এই পরাজয়ে আর্জেন্টিনা দলসহ বিশ্বজুড়ে তাদের কোটি সমর্থকের স্বপ্নও যেন ধাক্কা খেয়েছে। তবে সবাই আশায় বুক বেঁধেছেন আবারো নিজের গতিতে ফিরে আসবে আর্জেন্টিনা।
সেই স্বপ্ন দেখেছেন চিত্রনায়ক জায়েদ খান।
আর্জেন্টিনা সমর্থক এই নায়ক আজ ম্যাচ শেষে বলেন, সামনে আর্জেন্টিনা তার আপন গতিতে ফিরে আসবে এটাই প্রত্যাশা।
এসময় তার সঙ্গে ছিলেন উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা ও মৌসুমী মৌ। মূলত ওই সময়ে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক। এই অনুষ্ঠানের ফাঁকেই দুই উপস্থাপিকার সঙ্গে ক্যামেরা বন্দী হন তিনি।
আর্জেন্টিনার জার্সি পরে বল হাতে জায়েদ ফেসবুকে লিখেছিলেন, আর্জেন্টিনার জন্য শুভ কামনা। ছোটবেলা থেকেই ম্যারাডোনার কারণে এই দলের প্রতি ভালোবাসা। এই দলের জার্সি ছাড়া কোনো দলের জার্সি কখনো গায়েও দেইনি।