শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

জাতীয় মহিলা ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপ এ খুশবু রানার-আপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

তারিখ: ১৪-১১-২০২২

কাচা হাতের পাকা খেলায় টুর্নামেন্ট জয় করে ছোট্ট খুশবু জাতীয় মহিলা দাবা ২০২২ নিজের স্থান করে নিয়েছে।
সুলতানা কামাল ৪১তম জাতীয় মহিলা ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপ-২০২২
আবুল খায়ের গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সুলতানা কামাল ৪১ তম জাতীয় মহিলা ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপ-২০২২ (০৭ থেকে ১৪ নভেম্বর ২০২২ ) শেষে ৮ জন খেলোয়াড় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৪১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশীপে খেলার সুযোগ পাচ্ছেন। আজ অষ্টম রাউন্ডের খেলা শেষে ঢাকার ওয়াদিফা, ওয়ারসিয়া খুশবু, মানিকগঞ্জের জরানা খান ইভা ও বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলো প্রত্যেকে ৬.৫ পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতিতে ওয়াদিফা শিরোপা জয় করেন, ওয়ারসিয়া খুশবু রানার-আপ হন, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা তৃতীয় এবং নুশরাত জাহান আলো চতুর্থ স্থান লাভ করেন। ৬ পয়েন্ট করে অর্জন করেন ৫ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে এদের স্থান সমূহ হলোঃ পঞ্চম-বাংলাদেশ নৌবাহিনী কাজী জারিন তাসনিম, ষষ্ঠ-বগুড়ার উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার, সপ্তম-তাসনিয়া তারান্নুম অর্পা এবং অষ্টম- নোশিন আঞ্জুম । নবম বা শেষ রাউন্ডের খেলা আজ (সোমবার) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় ওয়াদিফা – খুশবুর সাথে ও ইভা – জারিনের সাথে ড্র করেন। নুশরাত আলো চট্টগ্রামের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবকে, নোশিন কুমিল্লার নুশরাত জাহান লিজাকে, প্রতিভা নীলাভা চৌধুরীকে, অর্পা বরিশাল বিভাগের জান্নাতুল প্রীতিকে ও সাবিহা রাজশাহী জেলার জান্নাতুল ফেরদৌসীকে পরাজিত করেন। কুষ্টিয়ার দিলারা জাহান নূপুর পাবনার মাইশা মেহজাবিন তিশার সাথে ড্র করেন। আট রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে ঢাকা সিটি ও বিভিন্ন জেলা হতে ৭২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

এ প্রতিযোগিতার শীর্ষস্থান প্রাপ্ত খুশবু সহ ৮ জন খেলোয়াড় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৪১তম জাতীয় মহিলা দাবা ২০২২ চ্যাম্পিয়নশীপে খেলার সুযোগ পাবেন। রাউন্ড রবীন পদ্ধতিতে অনুষ্ঠেয় ১২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছেন যার মধ্যে গতবারের মহিলা চ্যাম্পিয়ন মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস, রানার-আপ মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, দেশের দুই আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও শারমীন সুলতানা শিরিন সরাসরি অংশগ্রহণ করবেন।
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.