বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। ইতোমধ্যেই দলগুলো কাতারে পৌঁছতে শুরু করেছে। লিওনেল মেসিও যোগ দিয়েছেন দলের সঙ্গে। এটাই ৩৫ বছর বয়সী মেসির শেষ বিশ্বকাপ।
আর্জেন্টাইন তারকা কিন্তু এর মধ্যেই বলে দিয়েছেন, কাতারেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটি খেলতে যাচ্ছেন। প্রশ্ন হলো, শেষ সুযোগটি কি তিনি ও তার দল কাজে লাগাতে পারবেন? বিশ্বকাপ জয়ের অপূর্ণ স্বপ্ন কি পূর্ণ হবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের?
২০১৪ সালে শিরোপার কাছে গিয়েও ব্যর্থ হয়েছিলেন মেসি। জার্মানির কাছে ফাইনালে ১-০ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। পরের বিশ্বকাপে ২০১৮ সালে আর্জেন্টিনার পারফর্মেন্স ছিল জঘন্য। বর্তমান সময়ে আর্জন্টিনা যেন নতুন উদ্যম ফিরে পেয়েছে। টানা ৩৫ ম্যাচ তারা অপরাজিত আছে। লিওনেল মেসি নিজেও দুর্দান্ত সময় কাটাচ্ছেন। তাই বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টাইন সমর্থকেরা আশাবাদী। শুধু তাই নয়, রবার্ট লেভানদোস্কিও এমনটাই ভাবছেন!
বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম প্রতিপক্ষ পোল্যান্ডের অধিনায়ক লেভানদোস্কি ‘মার্কা’কে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, ‘আমি মনে করি মেসি ও আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট। তারা ৩০টি ম্যাচ টানা জিতেছে। তাদের খেলোয়াড়েরা ছন্দে আছেন। দলের একটা নির্দিষ্ট পরিকল্পনাও দেখা যাচ্ছে। পুরো দলটাই সেই পরিকল্পনার বাস্তবায়ন করে যাচ্ছে। মেসির ব্যাপারে আর কী বলব? দলের স্ট্রাইকারদের সঙ্গে তার অসাধারণ সংযোগ। সে জানে কখন, কোথায়, কাকে বল ঠেলতে হবে।