পরিবারের সদস্যরা প্রস্তুতই ছিলেন। মোহাম্মদ ওয়াসিমের করা ১৯তম ওভারের বলটা বেন স্টোকস মিড উইকেটে ঠেলে দিতেই শুরু হয়ে যায় উল্লাস। দলের বাকিদের সঙ্গে মাঠে নেমে পড়েন ইংলিশ ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও। কারও স্ত্রী-সন্তান, কারও বাবা-মা।
সবাই মিলে এক অভূতপূর্ব উদযাপন মেলোবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
সন্তানের সঙ্গে গর্বিত বিশ্বজয়ী ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের আবেগমাখা উদযাপন।
ফিল সল্ট জড়িয়ে ধরলেন গ্যালারিতে থাকা স্বজনকে।
ইংলিশ অধিনায়কের মা-ও স্টেডিয়ামে এসেছিলেন ছেলের বিশ্বজয় দেখতে।
ফাইনালের হিরো বেন স্টোকস। ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে যিনি দলকে আরও একটি বিশ্বকাপ উপহার দিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৮ উইকেটে ১৩৭ রান তোলে। সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ। ১২ রানে ৩ উইকেট নেন ম্যাচ ও টুর্নামেন্টসেরা স্যাম কারেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১ ওভার এবং ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।