সীতাকুণ্ডে একটি স্কুলের ভেতর থেকে আটটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কথা-কলি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সীতাকুণ্ড পৌরসদরের রেলওয়ে ঢেবার পাড়ে অবস্থিত কথা-কলি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে বিপুল দেশীয় অস্ত্র রয়েছে এমন খবরে সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ।
এ সময় স্কুলের শেষ দিকের একটি কক্ষের সিলিংয়ের ওপরে লুকিয়ে রাখা অবস্থায় আটটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি দে জানান, ‘স্কুলটির বিভিন্ন স্থানে বেড়া ভাঙা আছে। সে সুযোগে কেউ হয়ত অস্ত্রগুলো রেখে গেছেন। এ বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন তিনি। ‘
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, ‘গত ২২ অক্টোবর ১৫ মামলার আসামি আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তার সঙ্গীদের ওপর কঠোর নজরদারি রাখছে পুলিশ। এসব নজরদারি করতে গিয়ে গোপন সূত্রে পুলিশ নিশ্চিত হয় যে ওই বিদ্যালয়ে বেশ কিছু অস্ত্র লুকানো রয়েছে।