শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

পঞ্চগড়ের বোদা মাড়েয়ায় করতোয়া নদীতে নৌকাডুবির দেরমাস পর আরও ১টি লাশ উদ্ধার।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃপঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাটে এলাকার করতোয়া নদীতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনার প্রায় দেড় মাস পর ভূপেন্দ্রনাথ বর্মন (৪০) নামে আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার সহকারী কমিশন (ভূমি) মো. ইমরানুজ্জামান বিষয়টি নিশ্চত করেছেন।উলেখ‍্যযে,
গত (২৫ সেপ্টেম্বর আউলিয়া ঘাট এলাকার করতোয়া নদীতে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এ মর্মান্তিক ঘটনায় নদী থেকে ৬৯টি লাশ উদ্ধার করা হয়। তবে নৌকাডুবির ঘটনার প্রায় দেড় মাস পর আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৭০ জনের লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, আরও দুজন এখনও নিখোঁজ আছে।
উদ্ধার ভূপেন (৪০) দেবীগঞ্জ উপজেলার শালডাঙা ইউনিয়নের বলে জানা গেছে।
উল্লেখ্য, গত  ২৫ সেপ্টেম্বর (রোববার) বিকেলে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া উপলক্ষে পঞ্চগড়ের বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাংক হাড়ি এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকাটির ধারণক্ষমতা ৫০ থেকে ৬০ জন হলেও তাতে পারাপার হচ্ছিলেন শতাধিক যাত্রী। একপর্যায়ে অতিরিক্ত যাত্রী নিয়ে মাঝ নদীতেই নৌকাটি উল্টে যায়।
মোঃএনামুল হক

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.