শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

শিরোপার স্বপ্ন দেখছে পাকিস্তান বিদায়ের শঙ্কা উড়িয়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

বিশ্বকাপের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়েছিল পাকিস্তান।

এরপর টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকাকে হারালেও সেমিতে যাওয়ার ব্যাপারে অনিশ্চয়তায় ছিল বাবর আজমরা।

গ্রুপপর্বের শেষ দিনের ম্যাচে তুলনামূলক র্দুবল প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু সেই ম্যাচে প্রোটিয়ারা হেরে যাওয়ায় সুযোগ তৈরি হয় বাংলাদেশ-পাকিস্তানের জন্য।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে যারাই জিতত তাদের সেমিফাইনাল নিশ্চিত। এমন সহজ সমীকরণের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

বুধবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে ৭ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করল পাকিস্তান।

এর আগে ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে পাকিস্তান। সেবার প্রতিবেশী দল ভারতের বিপক্ষে হেরে যায় তারা।

২০০৯ সালের পরের আসরে ফের ফাইনালে উঠে পাকিস্তান। সেই আসরে এশিয়ার অন্যতম সেরা দল শ্রীলংকাকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিয়ে ইংল্যান্ড থেকে দেশে ফেরে ইউনুস খানের নেতৃত্বাধীন দলটি।

এরপর গত পাঁচ আসরে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি পাকিস্তান। টুর্নামেন্টের অষ্টম আসরে এবার ফের ফাইনালে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.