আগের চার সফরে আসা দলগুলো যা পারেনি, এবার সেটিই করার সুযোগ রয়েছে বলে মনে করছেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ‘বাংলাদেশের অন্যান্য দল আগে যা করতে পারেনি এবার তা করে দেখানোর সুযোগ এসেছে আমাদের সামনে। নিউজিল্যান্ডে দক্ষিণ আফ্রিকার হয়ে এর আগেও এসেছি আমি। আমি জানি, নিউজিল্যান্ড সফর খুব কঠিন। তবে এটি আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য বড় সুযোগও বটে। ভারতের মাটিতে বিশ্বকাপের দৌড়ে থাকতে চাইলে এসব সিরিজে বড় পারফর্মেন্স করা জরুরি।’
সিরিজ সামনে রেখে ম্যাচ ভেন্যুতে প্রথম দিনের দলগত অনুশীলন সেরেছে টাইগাররা। ডানেডিনে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চে। ওয়েলিংটনে শেষ ওয়ানডে হবে ২৬ মার্চ। এরপর হ্যামিল্টনে ২৮ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ৩০ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি হবে নেপিয়ারে। অকল্যান্ডে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ এপ্রিল।