একজন কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। কিশোরের পরনে ছিল তার মায়ের শাড়ি এবং মেকআপও করেছিল সে। সেই অবস্থায় রবিবার তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে দিল্লির নজফগড়ে।
পুলিশের ধারণা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য কোনো ভিডিও বানাচ্ছিল ওই কিশোর। সেই সময় দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের সন্দেহ, ইনস্টা রিল বানাতে গিয়েই হয়তো মৃত্যু হয়েছে কিশোরের।
তবে এটা দুর্ঘটনাজনিত মৃত্যু, নাকি আত্মহত্যা; ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই সেটি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, যে সময় ঘটনাটি ঘটেছে, তখন বাড়িতে কেউ ছিল না। কিশোরের বাবা-মা বাজারে গিয়েছিল। ঘরে এসে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
কিশোরের বাবা-মা জানিয়েছে, তাদের ছেলে মোবাইলে আসক্ত ছিল। কিশোরের মোবাইল জব্দ করেছে পুলিশ।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।