মিয়ানমারের দুর্নীতিবিরোধী কমিশন সু চি’র বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করছে। তবে সু চির আইনজীবী একে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। এর আগে, সু চির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও করোনার বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ আনা হয়। এছাড়া তিনি স্বর্ণ ও ছয় লাখ ডলার অবৈধভাবে গ্রহণ করেন বলেও অভিযোগ আনে সামরিক জান্তা।
এদিকে, বিক্ষোভ দমনে সহিংসতার জেরে সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। জান্তা সরকারের কর্মকর্তাদের অপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ করছে সংস্থাটির তদন্তকারী দল।
বুধবার এক বিবৃতিতে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে সামরিক জান্তার নিয়োগ করা বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন স্টেট সংঘ মহানায়ক কমিটি। এদিকে, আবারও বিক্ষোভ নেমেছেন দেশটির নাগরিকরা। গেল দুইদিনে পুলিশের গুলিতে আরও অন্তত ছয় বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
অন্যদিকে, এ মুহূর্তে পত্রিকাবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছে মিয়ানমার। দেশটির শেষ বেসরকারি মালিকানাধীন পত্রিকা সান তাও চেইন বৃহস্পতিবার শেষবারের মতো প্রকাশিত হয়েছে।
সেনা অভ্যুত্থানের পর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় এতদিন দেশটিতে পত্রিকা বিক্রি বন্ধ ছিল। এ কারণেও অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে। এছাড়া আবারো ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে জান্তা সরকার।