বেসরকারি বিদ্যুৎ কোম্পানির নির্বাহী পরিচালক দিমিত্রো সাখারুক বলেছেন, রাশিয়া হামলা চালিয়ে যেসব জ্বালানি অবকাঠামো ধ্বংস করেছে সেগুলো ঠিক করার যন্ত্রাংশ কিনতে ইউক্রেনের ‘লাখ লাখ ডলার’ প্রয়োজন।
কিন্তু তিনি জানিয়েছেন, অবকাঠামো ঠিক করার যন্ত্রাংশ বা যন্ত্রাংশ কেনার অর্থ কোনোটাই ইউক্রেনের কাছে নেই। এখন বিদেশী মিত্রদের সহায়তায় এগিয়ে আসতে হবে।
এ ব্যাপারে দিমিত্রো সাখারুক বলেছেন, দুর্ভাগ্যবশত, আমাদের গুদামে যেসব যন্ত্রাংশ ছিল আমরা সেগুলো রাশিয়ার প্রথম দুই ধাপের হামলার, যেগুলো ১০ অক্টোবর থেকে হচ্ছে, (হামলার) পরই ব্যবহার করে ফেলেছি। আমরা এখন কাজ করছি কিভাবে এগুলো কেনা যায় বা আমাদের মিত্রদের কাছ থেকে পাওয়া যায়, যদি এগুলো আমাদের তাদের বিনামূল্যে দেওয়ার সুযোগ থাকে।
ইউক্রেনের এ বিদ্যুৎ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে ইউক্রেনে চলমান ব্ল্যাকআউট দিনে ছয় ঘণ্টারও বেশি হতে পারে।
এদিকে সোমবার নতুন করে আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্যন্য শহরের জ্বালানি স্থাপনার ওপর হামলা চালায় রাশিয়া।