শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

আ.লীগ নেতা গ্রেফতার, প্রেস ক্লাবের সামনে ২ সন্তানসহ শরীরে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

জমি বিক্রির ঘটনায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে ২ সন্তানসহ কেরোসিন ঢেলে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান শিরিন খান নামে এক নারী।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভারগাঁও এলাকায় জালিয়াতি করে জমি বিক্রির ঘটনায় তারাবো পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান সাউদ ও তার সহযোগী আয়েছ আলী ভূঁইয়াকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শনিবার রাতে রূপগঞ্জের বরপা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন প্রতারণার শিকার শিরিন খান।

ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালতে হাজির করা হলে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় ২০১৫ সালে বেড়িবাঁধের পাশে রূপগঞ্জের তারাবো পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাউদের কাছ থেকে আয়েছ আলী ভূঁইয়ার সহযোগিতায় ১২ লাখ ৪০ হাজার টাকায় ৪ কাঠা জমি ক্রয় করেন মো. জুনায়েদ আহাম্মেদ। ওই জমিতে তিনি দোতলা বাড়ি নির্মাণ করেন। ওই বাড়িতে তিনি পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। এছাড়াও তিনি ওই বাড়ির একটি অংশ ভাড়াও দিয়েছেন। সেই বাড়ি ভাড়া থেকে তাদের সংসারের আয়ও হয়।

গত ৮ মাস আগে বেসিক ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে মো. জুনায়েদ আহাম্মেদের কাছে বাড়ি ছাড়ার একটি নোটিশ আসে। সেই নোটিশে জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়। এ ঘটনা জুনায়েদ আহাম্মেদের স্ত্রী শিরিন খান জানার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ে। বিষয়টি নিয়ে হান্নান সাউদের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এ নিয়ে শিরিন খান প্রতারণার অভিযোগ দায়ের করেন সোনারগাঁ থানার তালতলা ফাঁড়িতে। সেখানে ওই অভিযোগের কোনো ব্যবস্থা না নেওয়ায় শিরিন খান গত ১৮ অক্টোবর প্রথম দফায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে দ্বিতীয় দফায় ঢাকা প্রেস ক্লাবের সামনে দুই সন্তানসহ আত্মহননের পথ বেছে নেন। এছাড়াও তিনি বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহননের চেষ্টা করেন।

এদিকে ঢাকা প্রেস ক্লাবের সামনে আত্মহত্যার চেষ্টাকালে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনার পর সোনারগাঁ থানা পুলিশের টনক নড়ে।

এ ঘটনায় ভুক্তভোগী শিরিন খানের দায়ের করা অভিযোগটি মামলা রুজু করে শনিবার রাতে রূপগঞ্জের বরপা এলাকায় অভিযান চালিয়ে হান্নান সাউদ ও আয়েছ আলীকে গ্রেফতার করে পুলিশ।

সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, ভুক্তভোগী শিরিন খান মামলা দায়ের করেছেন।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.