শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

কৃষক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

১৫ বছর পর রংপুরের পীরগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামে কৃষক রাজা মিয়া হত্যা মামলায় ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামে ১৫ বছর আগে ২০০৭ সালের ২৬ মে কৃষক রাজা মিয়ার সঙ্গে আসামিদের জমির আইলের বাঁধ নির্মাণ করা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিরা লাঠি, ছোড়া ও বল্লমসহ দেশিয় অস্ত্র নিয়ে কৃষক রাজা মিয়ার ওপর আক্রমণ চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় তার বড় ভাই আনছার আলী বাদী হয়ে ২৯ আসামির নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সকল আসামির নামে আদালতে চার্জশিট দাখিল করে। মামলাটি দীর্ঘ ১৫ বছর ধরে বিভিন্ন আদালতে সাক্ষ্যগ্রহণ ও বিচার চলে। এ মামলায় ৩২ জন সাক্ষি আদালতে সাক্ষ্য দেন।

সাক্ষ্য ও শুনানি শেষে ৮ আসামি আনিসুর রহমান, আমসার আলী, সমশের আলী, আবু সায়েম, আল আমিন, শাহ আলম, আব্দুল লতিফ ও বাদশা মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

অন্যদিকে ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আসামিদের পুলিশি পাহারায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.