মঙ্গলবার (১৬ মার্চ) নিখোঁজের তিন দিন পর নিখোঁজ বক্তার স্ত্রী মুক্তাগাছা থানায় একটি সাধারন ডায়রী করেছেন। নিখোঁজরা হলেন, মুফতি মীর মুয়াজ্জম হোসেন সাইফি (৩৪) ও তার দুই ক্যামেরাম্যান মেহেদী হাসান ও ইসহাক আলী ইমন এবং গাড়ি চালক ফয়সাল আহমেদ।
এদের মধ্যে মুফতি মীর মুয়াজ্জম হোসেন সাইফি টঙ্গীর ইসলামপুরের পুর্ব দত্তপাড়া এলাকায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করত। আর ফয়সাল আহমেদ ঢাকার খিলগাঁওয়ের ত্রিমোহনীর বাসিন্দা, মেহেদী হাসান বগুড়ার আলম দিঘি ও ইসহাক আলী ইমন পাবনার চাটমোহর এলাকার বাসিন্দা।
মুফতি সাইফির স্ত্রী নাঈমা সুলতানার বরাত দিয়ে মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ জানান, গত ১৪ মার্চ দুপুরে ঢাকা থেকে ওয়াজ মাহফিলের জন্য মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের কুলুরঘাট এলাকায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা দেন মুফতি মীর মোয়াজ্জেমন হোসেন সাইফি ও তার লোকজন। তারা রাত ৮টা সাড়ে ৮টার দিকে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় পৌঁছেন। রাত ১১টা থেকে সোয়া ১২ টার দিকে সাইফি তার বক্তব্য শেষে করে ১২টা ৫১ মিনিটে মুক্তাগাছা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
সাইফির স্ত্রী নাঈমা সুলতানা বলেন, তিনদিন ধরে আমার স্বামীসহ সাথের সবার মোবাইল বন্ধ। পারিবারিকভাবে আমরা সবাই চিন্তিত। নিশ্চয়ই কোন বিপদ হয়েছে। আশা করছি পুলিশ অচিরেই তাদের সন্ধান দিবে।
মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ আরো জানান, মঙ্গলবার বিকালে মুফতি সাইফির স্ত্রী নাঈমা সুলতানা মুক্তাগাছা থানায় এসে বিষয়টি অবগত করলে পুলিশ একটি সাধারণ ডায়রী নেয়। এ বিষয়ে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা যায়, ডিএমপিতে মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফি নামে একজনের নামে সন্ত্রাসবিরোধী মামলা রয়েছে। তবে এই ব্যাক্তি সেই জন কি না নিশ্চিত হওয়া যায়নি।