বুধবার সকাল নয়টার দিকে নৌ বাহিনীর ছয়টি জাহাজ রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের বোটক্লাব জেটি থেকে ছেড়ে যায়। স্বেচ্ছায় যারা যেতে ইচ্ছা প্রকাশ করেছেন কেবল তাদেরকেই নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়ে বাসগুলো রওনা দেয়। এসব রোহিঙ্গাদের নিয়ে আসা হয় বিএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে। পরে সেখান থেকে সকাল আটটার সময় নেভাল বোট ক্লাবে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম শুরু হয়। এরপর দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে গত বছরের ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সম্মতি প্রকাশের মাধ্যমে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর।
এর আগে দ্বাদশ দফা পর্যন্ত কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল ২৪ হাজার ৫৭৮ জন রোহিঙ্গাকে। এবারের ত্রয়োদশ দফায় এক হাজার ৯৮৯ জনসহ মোট ২৭ হাজার ৬৭৩ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।