শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

Taj Afridi
  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০২২

বুধবার বেলা পৌনে ১টার দিকে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এই রায় ঘোষণা করেন।

গত ১৪ই মার্চ যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষে রায় ঘোষণার দিন নির্ধারণ করেন সিলেটের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব।

২০১৫ সালের ১২ই মে সিলেটে নিজ বাসার সামনে অনন্ত বিজয় দাশকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। ২০১৭ সালের ৯ই মে ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। অভিযুক্তরা হচ্ছেন, আবুল হোসেন, ফয়সাল আহমদ, মামুনুর রশীদ, মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী, আবুল খায়ের রশীদ আহমদ এবং সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান। এদের মধ্যে মান্নান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া পলাতক আছেন আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ। ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামের বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন।

বিস্তারিত আসছে…

Hbdnews24

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.