সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টায় কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বড় রাজাপুরের সেতুমন্ত্রীর বাড়ি সংলগ্ন বসুরহাট পৌরসভা-দুধমুখা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, একটি ককটেল বিস্ফোরণ করে সিএনজিতে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত জর্দার কৌটার কিছু অংশ, কিছু কালো টেপ, একটি কালো স্কচটেপ মোড়ানো জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু ও একটি সাদা স্কচটেপ মোড়ানো জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু উদ্ধার করে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন বলেন, আতঙ্ক ছড়াতে মন্ত্রীর বাড়ির সামনে ককটেল অথবা পটকা ফোটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারা এ হামলা চালিয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ওবায়দুল কাদেরের ছোট ভাই মো. শাহাদাত হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ বলেন, ‘গত ১৩ মার্চ কাদের মির্জা চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্রে যান। তিনি আজ ভোরে দেশে ফিরে এসেছেন। তার আগমনে আমরা সংবর্ধনা সভার আয়োজন করেছি। আমাদের প্রতিপক্ষ এ সংবর্ধনা অনুষ্ঠান বানচাল করার জন্য এবং আতঙ্ক সৃষ্টি করার জন্য ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।’
এর আগেও বিভিন্ন সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।