এর আগে, শুক্রবার তার বিরুদ্ধে দেশটির আইনসভার নতুন অধিবেশনে বহুল প্রত্যাশিত এই অনাস্থা প্রস্তাব উত্থাপনের কথা ছিল। তবে শেষমেশ অনাস্থা প্রস্তাব আলোচ্যসূচিতে উপস্থাপন না করেই দেশটির স্পিকার আসাদ কায়সার তা স্থগিতের ঘোষণা দেন।
এসময় বিলওয়াল ভুট্টো, আসিফ আলি জারদারিসহ দেশটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন রাজনীতিবিদ অধিবেশনে উপস্থিত ছিলেন।
এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানের বিপর্যস্ত অর্থনীতির জন্য ইমরান খান ও তার দলকে দায়ী করে অনাস্থা প্রকাশ করেন বিরোধীরা। আইনসভার ৩৪২ সদস্যের মধ্যে অনাস্থা ভোটে টিকে থাকতে অন্তত ১৭২ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে ইমরানের।
এরইমধ্যে নিজ দলের অন্তত ২৫ আইনপ্রণেতার প্রকাশ্য বিরোধীতার সম্মুখীন হয়েছেন তিনি। তবে অনাস্থা ভোট হলেও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন ইমরান।