মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুন্সিগঞ্জের বাংলাবাজার থেকে ছেড়ে আসা ঢাকার যাত্রাবাড়ীগামী একটি পিকআপ মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় অবস্থানকালে তল্লাশি চালানো হয়। এসময় ৯টি ড্রামের ভেতর থেকে জাটকা জব্দ ও চালকসহ দুইজনকে আটক করা হয়।
এরপর আরেকটি অভিযানে মুক্তারপুর সেতুর কাছে ধলেশ্বরী নদীতে চাঁদপুর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী বিভিন্ন মাছ বহনকারী একটি ট্রলারে অভিযান চালানো হয়। এসময় সেখানেও জাটকা পাওয়া যায়। দুইটি পৃথক অভিযানে প্রায় ৮৮ মণ জাটকা উদ্ধার করা হয়। যা ১২টি মাদ্রাসা ও ৪টি মহিলা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান, জাটকা মৌসুম চলাকালীন সময় পর্যন্ত আটক পিকআপ গাড়িটি নৌ-পুলিশের কাছে থাকবে। তবে ট্রলারে অন্যান্য মাছ থাকায় সেটি ছেড়ে দেওয়া হয়েছে।