শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২

Taj Afridi
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২

স্থানীয় সময় শনিবার (১৯শে মার্চ) দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর- আল-জাজিরা, এএফপি’র।

এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান টুইটারে শোক প্রকাশ করেছেন। সড়কপথে চলাচলের সময় সবাইকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধও জানিয়েছেন তিনি।

মোরোগোরো অঞ্চলের পুলিশপ্রধান জানান, দার-এস সালাম বন্দর থেকে প্রায় দুইশত কিলোমিটার পশ্চিমে মেলালা কিবাওনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, ট্রাকটি একটি মোটরবাইককে ওভারটেক করতে গিয়ে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

তানজানিয়ায় সড়কের অব্যবস্থাপনার কারণে প্রায়ই এ ধরনের ঘটে দুর্ঘটনা। গত সোমবারও জাম্বিয়ান সীমান্তের কাছে একটি কোচ দুর্ঘটনার কবলে পড়লে মারা যান ৪ জন।

২০১৭ সালের মে মাসে তানজানিয়ায় একটি বাস দুর্ঘটনায় ৩৫ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়। এর দুই বছর আগে বাস ও ট্রাকের সংঘর্ষে ৪২ জন নিহত হন।

তবে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ২০০৬ সালে। দেশটির উত্তরাঞ্চলীয় আরুশা শহরের কাছে সড়ক দুর্ঘটনায় ৫৪ জন বাস যাত্রী নিহত হন।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.