শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হাদিসুর

Taj Afridi
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শেষ বারের মত হাদিসুরকে দেখার জন্য মানুষের ঢল নামে।

এর আগে সোমবার রাতে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে পৌঁছায়। এসময় স্বজনদের আহাজারিতে থমথমে পরিবেশ সৃষ্টি হয়। আগে সোমবার বেলা ১২টা ১০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় হাদিসুরের মরদেহ। মরদেহ গ্রহণ করেন ছোটভাই স্বজনসহ স্থানীয় সংসদ সদস্য। গত দোসরা মার্চ ইউক্রেনে রকেট হামলায় বাংলার সমৃদ্ধি জাহাজটিতে আগুন ধরে যায়। এতে নিহত হন হাদিসুর রহমান।

এর আগে গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে হাদিসুরের মরদেহবাহী ফ্রিজিং গাড়ি গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। রাতে বাড়ির ভেতরে ঘরের সামনে আঙিনায় গাড়িটি রাখা হয়।

হাদিসুরের জানাজায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌর মেয়র মো. গোলাম কবীর, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম, স্থানীয় জনপ্রতিনিধি, নৌ, র্যাব ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাদিসুর রহমানের জানাজায় বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের কমান্ডেন্ট ক্যাপ্টেন আতিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এ সময় তারা হাদিসুরের পরিবারকে সান্ত্বনা দেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

ক্যাপ্টেন আতিকুর রহমান জাগো নিউজকে বলেন, বাংলাদেশের কল্যাণে জাহাজে গিয়েছিলেন হাদিসুর রহমান। আমরা তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি।

বরগুনা-১ আসনের এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, হাদিসুরকে হারিয়ে পরিবারটি এখন অসহায়। আমরা তার ভাইদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় সেজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।

চলতি মাসের ২ তারিখে ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফ নিহত হন। ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের নিরাপদ বাঙ্কারে রাখা হয়। সেখান থেকে তাদের প্রথমে মলদোভা, পরে রোমানিয়া নিয়ে আসা হয়।

গত ৯ মার্চ ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়। ইউক্রেন থেকে ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও তখন হাদিসুর রহমানের মরদেহ আনা সম্ভব হয়নি। তার মরদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছিল।

ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৮ জন নাবিক নিয়ে আটকা পড়ে ‘বাংলার সমৃদ্ধি’। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। জাহাজটির ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.