সোমবার সকালে মেলান্দহ বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারি ভূমি কমিশনার মোহাম্মদ সিরাজুল ইসলাম এই দণ্ড দেন।
সহকারি কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান, মেলান্দহ বাজার মের্সাস তপু এন্টারপ্রাইজ নামের ওই দোকানে ৩৭৩ টি ড্রামে ৫৬ হাজার লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের কোন রশিদ দোকানির কাছে ছিল না। এই অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, মেসার্স তপু এন্টারপ্রাইজ ও জননী তেল ভান্ডারে বিভিন্ন বোতল ও ড্রামে ৫৬ হাজার ও ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত করা হয়।
অবৈধভাবে ভোজ্য তেলের মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে তাদের ৩০হাজার টাকা জরিমানা করা হয়।