আজ সোমবার দুপুরে জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
এ সময় ফাঁসির সাজাপ্রাপ্ত দুই আসামি সাইফুল ইসলাম ও গোলাপ মিয়া এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৩ জনের মধ্যে ১১ জন আদালতে উপস্থিত ছিলেন। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একজনের বিচার শিশু আদালতে হচ্ছে।
এছাড়া একজন পলাতক। জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের কটিয়াদীর নোয়াগাঁও গ্রামের কৃষক তাজুল ইসলামের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল।
২০১১ সালের ১লা জানুয়ারি আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাজুলের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ১৬ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।