বাদীপক্ষের আইনজীবী জানান, এর মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হবে। যদিও এ আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।
গত বছরের ৮ই অক্টোবর কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্টে বিজিবি সদস্যদের বিরুদ্ধে তল্লাশির নামে ধর্ষণের অভিযোগ তোলেন এনজিও কর্মী।
ঘটনাটি মিথ্যা দাবি করে বিজিবির দমদমিয়া চেকপোস্টের সুবেদার মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে ১০ই নভেম্বর আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন।