মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক বার্তায় জেলনস্কি বলেন, বর্তমানে খারকিভ ও কিয়েভ রাশিয়ার প্রধান লক্ষ্যবস্তু।
আমাদের ভাঙার জন্য। আমাদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য তারা এখন কিয়েভ ও খারকিভের দিকে আগাচ্ছে।
আর তাই আজ রাজধানী কিয়েভকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।
তাছাড়া খারকিভের সেন্ট্রাল স্কয়ারে চালানো রাশিয়ার বোমা হামলাকে জঙ্গি হামলা বলেও উল্লেখ করেন জেলনস্কি।
এ ব্যাপারে জেলনস্কি বলেন, এটি শহরের বিরুদ্ধে জঙ্গি হামলা। এটি খারকিভের বিরুদ্ধে জঙ্গি হামলা। ইউক্রেনের বিরুদ্ধে জঙ্গি হামলা। সেন্ট্রাল স্কয়ারে কোনো সেনাদের লক্ষ্য করে কোনো হামলা ছিল না।