শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

তিন জেলায় সড়কে ঝরলো ৫ জনের প্রাণ

Taj Afridi
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

মাদারীপুরের শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকায় ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে এ দুঘর্টনা ঘটে। তবে চাপা দেয়া ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন: জেলার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের হারুণ ফরাজীর ৩৬ বছর বয়সী স্ত্রী জিয়াসমিন বেগম ও তার মেয়ে ৭ বছর বয়সী মাহফুজা আক্তার।

নিহতের পরিবার জানায়, সকাল ১০টার দিকে কাঠের ভ্যানযোগে শিবচর শহরের দিকে আসছিল জিয়াসমিন বেগম ও তার মেয়ে। এসময় মাদারীপুরগামী একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের নিচে পড়ে মেয়ে মাহফুজা আক্তার মারা যায়। গুরুতর আহত মা, ভ্যানচালক ও আরেক যাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মা জিয়াসমিন বেগমও মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, ট্রাকটি ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকার লোকজন ধাওয়া করলেও ট্রাকটি আটক করা যায়নি।

পুলিশ জানায়, একাধিক টিম নামানো হয়েছে, খুব দ্রুতই ট্রাকচালক ও ট্রাককে আটক করা যাবে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুল আওয়াল মিয়া (৫০) ও একই এলাকার হেকিম বেপারির ছেলে ফয়েজ মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে অটোরিকশাচালকসহ চারজন আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার আগে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক পেছন দিক থেকে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলে যাত্রী আব্দুল আওয়াল মিয়া ও ফয়েজ মিয়া মারা যান। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশাচালকসহ দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আখাউড়া ধরখার ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কর্মকার জানান, খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, গোপালগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ফল ব‌্যবসায়ী নিহত হ‌য়ে‌ছেন। সোমবার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে  শহরতলীর ঘো‌ষেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত কুদ্দুস মোল্লা (৪০) গোপালগঞ্জ সদর উপজেলার ঘো‌ষেরচর দ‌ক্ষিণপাড়া এলাকার বা‌সিন্দা।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. ম‌নিরুল ইসলাম ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে জানান, সকা‌লে বা‌ড়ি থে‌কে হে‌ঁটে ‌গোপালগঞ্জ বড় বাজা‌রের যাওয়ার প‌থে বা‌লিভ‌র্তি এক‌টি ট্রলি তা‌কে ধাক্কা দেয়। এ‌তে সে গুরুতর আহত হ‌লে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে গোপালগঞ্জ ২৫০ শয‌্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে গেলে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। প‌রে স্বজন‌দের আবেদ‌নের প্রেক্ষি‌তে নিহ‌তের মরদেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.