কোম্পানীগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধার দাফনের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় প্রয়াত ওই মুক্তিযোদ্ধার স্ত্রী মো. ময়মনা খাতুন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
রোববার সকালে তিনি লিখিত অভিযোগ জমা দেন। ময়মনা খাতুন উপজেলার পাড়ুয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আ. মতলিবের স্ত্রী।
লিখিত অভিযোগে ময়মনা খাতুন বলেন, ২০২১ সালের ১৭ জানুয়ারি মারা যান বীর মুক্তিযোদ্ধা আ. মতলিব। তার মৃত্যুর পর সরকার থেকে দাফন বাবদ যে টাকা দেওয়া হয়, তিনি ও তার পরিবারের কেউ তা পাননি। কিন্তু কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন থেকে জানতে পারেন, ২০২২ সালের জানুয়ারি মাসে কে বা কারা টিপসই দিয়ে ওই টাকা উত্তোলন করে নিয়েছে। এ ব্যাপারে অবগত করতে ২৪ ফেব্রুয়ারি তিনি ও তার ছেলে আলমগীর আহমদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে ইউএনও লুসিকান্ত হাজং উত্তেজিত হয়ে গালমন্দ করে তাড়িয়ে দেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং যুগান্তরকে বলেন, বীর মুক্তিযোদ্ধার পরিবারের কেউ এ ব্যাপারে আমার কাছে আসেননি। আমার কাছে না এসে কোথাও অভিযোগ করে থাকলে বিষয়টি খতিয়ে দেখা দরকার।