শনিবার দুপুরে কারওয়ান বাজারে আয়োজিত এক ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান।
তিনি বলেন, ধর্ষণে ঘটনায় জড়িত ৬ জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেপ্তারকৃতরা ৮ থেকে ১০ বছর যাবত নবীনবাগ এলাকায় বিভিন্ন স্থানে মাদক সেবন, আড্ডা, জুয়াসহ বিভিন্ন ধরণের অপকর্ম করতো। পাশাপাশি তারা চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধেও জড়িত ছিল। গ্রেপ্তারকৃত ৬ আসামি বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের মামলা ছিল বলে দাবি করে র্যাব।
গত বুধবার (২৩শে ফেব্রুয়ারি) রাতে ভূক্তভোগীসহ দুই শিক্ষার্থী গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে মেসে যাওয়ার সময় কতিপয় দুর্বৃত্ত তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করে বাদানুবাদে লিপ্ত হয়। একপর্যায়ে ভিকটিমকে জোরপূর্বক স্থানীয় একটি ভবনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে গোপালগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।