বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে। জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে মেসে ফিরছিলেন। পথে কয়েকজন তাদের জোরপূর্বক একটি অটোতে তুলে নিয়ে যায়। এরপর গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে ওই শিক্ষার্থীর সাথে থাকা সহপাঠীকে মারধর করে এবং ওই শিক্ষার্থীকে ধর্ষণ সাত থেকে আটজন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং আমি নিজে এ ঘটনায় বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ অ্যান্ড অপারেশন) নিহাদ আদনান তাহিয়ান জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। আমাদের টিম ইতিমধ্যে অভিযান শুরু করেছে। দ্রুত আপরাধীদের গ্রেপ্তার করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার।
এদিকে, অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে গোপালগঞ্জ সদর থানার সামনে বিক্ষোভ করেছে বশেমুবিপ্রবি’র শিক্ষার্থীরা। পরে ভোর সাড়ে ৬টার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া নামক স্থানে অবরোধ করে। এই ঘটনায় সন্দেহভাজক তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।