বুধবার বিকেলে ভোলা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড চরনোয়াবাদ সার্কিট হাউজ গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশুকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর বাবা জানান, তার ১২ বছরের মেয়ে মানসিক ভারসাম্যহীন। বুধবার দুপুর থেকে বাড়িতে না দেখতে পেয়ে চারপাশে খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। পরে বাড়ির পাশে ডরপ নামের একটি এনজিওর ভিতর থেকে বিকেলে তার মেয়েকে উদ্ধার করেন। এসময় মেয়েকে জিজ্ঞাসা করলে সে জানায় ডরপ অভিসের কেয়ারটেকার আব্দুল খালেক তাকে ফুল দেয়ার লোভ দেখিয়ে গেটের ভিতরে নিয়ে ধর্ষণ করেছে। পরে রাতে মেয়েকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি স্থানীয়রা অভিযুক্ত কেয়ারটেকার আব্দুল খালেককে বাড়িতে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ১২ বছর বয়সের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল খালেক নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমানুল্লাহ জানান, বুধবার রাত সাড়ে ১০টায় হাসপাতালে ধর্ষণের শিকার হয়েছে এমন ১২ বছর বয়সের এক প্রতিবন্ধী শিশু এসেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়ে। পাশাপাশি তার মেডিক্যাল চেকআপ চলছে। চেকআপ শেষ হলে মেডিক্যাল বোর্ডের রিপোর্ট জমা দেয়া হবে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বৃহস্পতিবার সকালে জানান, এ ঘটনায় আটক অভিযুক্ত আবদুল খালেকের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।