অভিমান করে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে মুনসুর মোল্লা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে। বৃহস্পতিবার রাতে ওই যুবক আত্মহত্যা করলে শুক্রবার সকালে কলাপাড়া থানা পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। তিনি পাঁচজুনিয়া গ্রামের মৃত মমিন আলী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে মুনসুর মোল্লা তাদের বাড়িতে একাই অবস্থান করছিলেন। প্রেমিকার সঙ্গে মুনসুরের মা পার্শ্ববর্তী গ্রামে তার মেয়ের বাড়িতে ছিলেন। ওই রাতে মুনসুরের মায়ের কাছে এক মেয়ে ফোন দিয়ে বলে ‘মুনসুর ঘরে গলায় ফাঁস দিয়েছে, দ্রুত বাড়িতে খোঁজ নিন’। এ সময় মুনসুরের মা বিষয়টি ফোনে স্থানীয়দের জানালে তারা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার নিধর দেখতে পায়।
মুনসুরের মামা আবুল কালাম জানান, মুনসুর মোল্লা জীবন ও জীবিকার জন্য দেশের বাইরে যাবার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। যে মেয়েটি গভীর রাতে আমার বোন মুনসুরের মাকে কাছে ফোন দিয়েছিল, তার সঙ্গে মুনসুরের প্রেম ছিল। সেই মেয়ের ফোনে কল করে লাইনে রেখেই সে আত্মহত্যা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা নেই।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, বরিশাল অবস্থানরত ওই প্রেমিকা নিজেই প্রেমিকের মায়ের কাছে ফোন দিয়ে জানান যে মুনসুর বাড়িতে গলায় ফাঁস দিয়েছে। প্রেমের বিষয়ে মান-অভিমানের কারণেই ওই যুবক আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তবে আত্মহত্যার কারণ আমরা এখনও জানতে পারিনি।