প্রশিদ্ধ হাদিস গবেষক কায়রো বিশ্ববিদ্যালয়ের দারুল উলুম কলেজের অধ্যাপক শায়খ ড. আবদুল মজিদ মাহমুদ আল শাফেয়ি ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) তিনি মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৯৩ বছর।
শায়খ আবদুল মজিদ ১৯৩১ সালের ১২ ডিসেম্বর কায়রো নগরে জন্মগ্রহণ করেন।
১৯৫৭ সালে কায়রো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৭ সালে ‘আবু জাফর আত তাহাবি এবং হাদিস শাস্ত্রে তাঁর কৃতিত্ব’ বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৬৮ সালে ‘হিজরি তৃতীয় শতাব্দিতে মুহাদ্দিসদের ফিকহের দৃষ্টিভঙ্গি’ বিষয়ে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
তৎকালীন সময়ের বিশ্বখ্যাত হাদিস গবেষক ও বিশেষজ্ঞ আলেমরা তাঁর গবেষণকর্মের ব্যাপক প্রশংসা করেন। ড. মুস্তফা জায়েদ, আবদুল আজিজ আমের, আল্লামা ড. আবু জাহরা (রহ.)-সহ অনেকেই গবেষণা কাজে পৃষ্ঠপোষকতা করেন। বিখ্যাত আলেম শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহ.) তাঁর রচনাবলির প্রশংসা করেন।
১৯৭১ সালে মিসরের প্রেসিডেন্ট জামাল আবদুন নাসেরের মৃত্যুর পর শায়খ আবদুল মজিদ সৌদি আরবে পাড়ি জমান। রিয়াদের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় পরবর্তীতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে অধ্যাপনা করেন।