শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মিলনমেলা

Taj Afridi
  • Update Time : রবিবার, ১৪ মার্চ, ২০২১
শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় এ অনুষ্ঠানে ২০০ জন সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে রাত সাড়ে ১০টায় নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন।

দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সোনালি দিন নিয়ে আলোচনা আর আড্ডায় কেটেছে তাদের পুরোটা সময়। স্বল্প সময়ের জন্য হলেও তাঁরা যেন ফিরে পেয়েছিলেন পুরোনো দিনগুলো।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মোহাম্মদ আলী নকি তার বক্তব্যে স্টামফোর্ড সাংবাদিক ফোরামের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমে কর্মরত সাবেক শিক্ষার্থীদের একসাথে পেয়ে আমি আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এ সময় আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার এস. এম ইলিয়াস মিরন, রুমানা হক রিতা, রেজিট্রার আব্দুল মতিন, উপদেষ্টা অধ্যাপক কাজী আবদুল মান্নান, পরিবেশবিদ ড.কামরুজ্জামান মজুমদার, প্রক্টর আরিফুর রহমান, ফোরামের কনভেনর মোশাররফ হোসেন মামুন, কো-কনভেনর তপন মাহমুদ লিমন এবং জনসংযোগ কর্মকর্তা সুপা সাদিয়া।

ফোরামের সভাপতি হাসান ওয়ালীর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকরাম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া আসাদী, তানিয়া সুলতানা, শবনম জান্নাত, ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষক ফেরদৌস আলম সিদ্দিকীসহ শিক্ষক কর্মকর্তারা।

অনুষ্ঠানে সহযোগিতায় ছিল সদাগার ডটকম, রিয়েলক্যাপিটা গ্রুপ, ক্যাপস, ঢাকা এফেয়ার্স এবং স্বপ্নতান।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.