১৪ দিনের কোয়ারেন্টিন শেষে কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। দুই দিনের ইতিমধ্যে শেষ হয়েছে, বাকি তিন দিন স্কিল অনুশীলন শেষে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। এরপর ২০ মার্চ থেকে ডানেডিনে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ গজের লড়াই। এই লড়াইয়ে কুইন্সটাউনের প্রস্তুতি কাজে দেবে বলে জানালেন তাসকিন আহমেদ-আফিফ হোসেনরা।
দুই দিনের ক্যাম্প শেষে শনিবার ছুটি কাটিয়েছেন ক্রিকেটাররা। ছুটিটা নিজেদের মতো করে উপভোগ করেছেন তারা। রবিবার থেকে আবার মাঠের অনুশীলন শুরু হচ্ছে। কুইন্সটাউনের সেই অনুশীলন নিয়েই কথা বলেছেন তিন ক্রিকেটার।
তাসকিন কুইন্সটাউনের সুযোগ-সুবিধাকে এগিয়ে রাখছেন। তার মতে, এখানকার অনুশীলন ম্যাচ তাদের সহায়তা করবে, ‘১৪ দিনের কোয়ারেন্টিন একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা ছিল। তো সেটা শেষ করার পর ইতোমধ্যে আমরা দুই দিন অনুশীলন করেছি। অনুশীলনে সুযোগ-সুবিধাও অনেক ভালো। আজকে আমাদের অফ ডে ছিল এবং দলের সবাই মজার কিছু সময় কাটিয়েছি। আশা করি, সামনেও অনেক ভালো যাবে। আর এখানকার প্রস্তুতি আমরা ম্যাচে কাজে লাগাতে পারবো।’
তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখের মতে, ক্রাইস্টচার্চের উইকেট থেকে কুইন্সটাউনের উইকেটক ভালো। ২০১৮ যুব বিশ্বকাপে কুইন্সটাউনে খেলেছেন নাঈম। তাই খুব ভালো করেই উইকেট সম্পর্কে ধারণা আছে তার, ‘আমরা সাত দিন কোয়ারেন্টিনে থাকতেও প্র্যাকটিস করেছি। তো ওখানকার (ক্রাইস্টচার্চের) উইকেটের চেয়ে এখানে (কুইন্সটাউন) উইকেট অনেক স্বাচ্ছন্দ্যের। আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। আর অনুশীলন আমি এখানে উপভোগ করার চেষ্টা করছি। এখানে আমি আগেও এসেছি, এখানে পরিস্থিতি ও আবহাওয়া আমার কাছে অনেকটাই স্বাচ্ছন্দ্যপূর্ণ।’
নাঈমের মতো আফিফও কুইন্সটাউনে যুব বিশ্বকাপ খেলে গেছেন। তার বক্তব্য, ‘কোয়ারেন্টিনের পর এখানে খুব অনুশীলনের সুযোগ পেয়েছি আমরা। এটা আমাদের প্রস্তুতির জন্য অনেক সহায়তা করছে। প্র্যাকটিস সুযোগ-সুবিধার মধ্যে আমরা যে রকম উইকেট পাচ্ছি, গত দিন আমরা সেন্টার উইকেটে ব্যাটিং করেছি। তো এই জিনিসগুলো আশা করি আমাদের প্রস্তুতির জন্য অনেক কাজে দেবে।’
কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্পের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ যুক্ত হয়েছে। এরপর ১৮ মার্চ ডানেডিন যাবে বাংলাদেশ দল। সেখানে ২০ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ২৩ ও ২৬ মার্চ হবে বাকি দুটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি কেবল দিবারাত্রির।
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল।