রবার্ট মিলার বলেন, রাজশাহীতে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বিনিয়োগের সুযোগ রয়েছে। কারণ এখানে সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রাজশাহীর হাইটেক পার্কে তরুণদের কাজে লাগানোর যথেষ্ট সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স, এমফিল, পিএইচডি ডিগ্রীসহ উচ্চশিক্ষায় শিক্ষার্থী প্রেরণে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দেশ। বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিংসহ প্রায় সব ধরনের উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় চাকরি করছে। বাংলাদেশি শিক্ষার্থীরা সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রে সুপারস্টার। তারা একাডেমিক, সামাজিক এবং মেধায়ও সফল।
মেয়র লিটনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আর্ল রবার্ট মিলার বলেন, আজকে মেয়রের সঙ্গে শিক্ষাবিনিময় নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বেশি শিক্ষার্থী পাঠানো যায় এবং কিভাবে যুক্তরাষ্ট্র থেকে এখানে বেশি শিক্ষার্থী আনা যায় সেসব নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষক এবং শিক্ষা অনুষদের আদান প্রদান ও বিনিয়োগ নিয়ে কথা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা সুন্দর রাজশাহীর নগরীর ইকো সিস্টেম নিয়ে আলোচনা করেছি। রাজশাহীর উন্নয়ন, সংস্কৃতি নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি মেয়রকে বাংলাদেশের জন্মের সুবর্ণজয়ন্তী এবং দেশের জাতির পিতার জন্মশত বার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়েছে।