সিডিএ’র প্রকৌশলী আহমেদ মঈন উদ্দিন জানান,গয়নাছড়া খালের ওপর অবৈধভাবে ভবন নির্মাণ করেছে ইউএসটিসি। নকশাবহির্ভূত ১৮তলা ভবন তৈরি করায় ২০১৯ সাল থেকে বেশ কয়েকবার তাদেরকে নোটিশ দেয়া হলেও অবৈধ অংশ সরায়নি তারা। সবশেষ গত বছরের জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হলেও অবৈধ অংশ সরিয়ে না নেয়ায় অভিযান শুরু করে সিডিএ।
তবে ভবনটি নকশা বহির্ভূত নয় বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। তিনি জানান, রেলওয়ে কর্তৃপক্ষ থেকে জায়গা ইজারা নিয়ে ভবন নির্মাণ করা হয়েছে।