গত ৯ই ফেব্রুয়ারি একটি হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের পানিশমেন্ট ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। নিয়মিত বন্দি গণনার সময় গত শনিবার তার কারাগারে না থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনার পর কারাগারে পাগলা ঘণ্টা বাজিয়ে কারা অভ্যন্তরে দাঙ্গা পুলিশ দিয়ে তল্লাশিও চালানো হয়।
দায়িত্বে অবহেলার অভিযোগে জেলার রফিকুল ইসলামসহ এক ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া, দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে খুলনার ডিআইজি প্রিজন্স মোহাম্মদ সগিরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান কারা মহাপরিদর্শক।